পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ জলে ডুবে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের গড়বেরিয়া এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় ওই মৃত ব্যক্তির নাম রবিয়াল খান,বয়স আনুমানিক ৫৮ বছর,বাড়ি হাতিখানা এলাকায়,স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেলে কুবাই নদীর মথরা ঘাটে পারে নিজের জমির ফসল দেখার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই ব্যক্তি,কিন্তু সন্ধ্যার পর না বাড়ি ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার-পরিজন, অবশেষে বুধবার সকাল নাগাদ ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরত্বে কুবাই নদীর গড়বেরিয়া ঘাটের পাশে জলে ভাসতে দেখে স্থানীয়রা,সাথে সাথেই খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ,তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান অকারণবশত পা স্লিপ করে নদীর জলে ডুবে মৃত্যু হয় তার। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে ওই পরিবারে।
জলে ডুবে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গড়বেরিয়াতে,তদন্তে পুলিশ।

Leave a Reply