নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- স্থানীয় সুত্রে জানা যায়, বছর ৪০-এর জয়নাল সেখ, বাড়ি গয়েশপুর অঞ্চলের শগুনা গ্ৰামে। গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ির থেকে বেরিয়ে পাশের গ্ৰাম ভোলাডাঙা গ্ৰামে গিয়েছিলেন ভুট্টার মোচ দিতে। তারপর আর বাড়ি ফেরেননি। সারারাত গ্ৰামে খোঁজা খুঁজির পর না পেয়ে আজ সকালে প্রতিবেশিরা হিজুলী মোড় বাজার করে ফেরার পথে দেখে একটা মৃত দেহ পড়ে রয়েছে। মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে বেশ কিছুক্ষন রাস্তার উপর দেহ রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান রানাঘাট জেলার পুলিশ আধিকারিকরা। খুন না অন্য কিছু তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ।
নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর-নবদ্বীপ রোডের পাশ থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।

Leave a Reply