মিরাকেল ইন ফোরটিন মিনিটস কর্মসূচি চালু হলো হাওড়া স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা: হাওড়া:- মিরাকেল ইন ফোরটিন মিনিটস কর্মসূচি চালু হলো হাওড়া স্টেশনে।এই কর্মসূচির মাধ্যমে রেলের বন্ধে ভারত এক্সপ্রেসের সবকটি ট্রেন মাত্র ১৪ মিনিটে পরিষ্কার করা হবে। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে স্বচ্ছতাই সেবা এই কর্মসূচি পালন করা হয়। রবিবার সকালে শালিমার স্টেশনে দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রের নেতৃত্বে উচ্চপদস্থ রেল আধিকারিকরা রেললাইন পরিষ্কার করেন। দুপুর সাড়ে বারোটা নাগাদ রাচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশনে ২৩ নম্বর প্লাটফর্মে পৌঁছালে ওই ট্রেন নির্দিষ্ট সময়ে সাফাই এর কাজ শুরু হয়। যাত্রীরা ট্রেন থেকে নামার পর প্রত্যেকটি কোচে তিনজন করে সাফাই কর্মী ওঠেন। তারা দ্রুততার সঙ্গে ট্রেনের ভেতরে যাবতীয় জঞ্জাল সরিয়ে ফেলে। ট্রেনের আসন, কাচের জানলা, টেবিল এবং টয়লেট সহ গোটা ট্রেনটিকে মাত্র ১৪ মিনিটে পরিষ্কার করা হয়। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ডিআরএম কৃষ্ণরাও চৌধুরী বলেন আজ থেকে পরীক্ষামূলকভাবে বন্দে ভারত এক্সপ্রেসকে পরিষ্কার করার কাজ শুরু হলো। এর মূল উদ্দেশ্য হলো কম সময়ে ট্রেনটাকে পুরোপুরি পরিষ্কার করা। প্রত্যেকটি কোচে তিনজন সাফাই কর্মী পরিষ্কার করবেন। আগে যেখানে ট্রেনটিকে পরিষ্কার করতে ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগতো সেটা এখন থেকে মাত্র ১৪ মিনিটে করা হবে। তৈরি করা হবে ফ্লো চার্ট। এই পরীক্ষামূলক কর্মসূচি যদি সফল হয় তাহলে অন্য ট্রেনেও প্রয়োগ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *