আবদুল হাই, বাঁকুড়াঃ- ‘স্বচ্ছতাই সেবা’ অভিযানের একটি অঙ্গ হিসেবে ‘এক তারিখ, এক ঘন্টা, এক সাথ’ – এই প্রক্রিয়াটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত করা হয়েছে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক দ্বারা। রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয় বাঁকুড়া জেলার বড়জোড়া উচ্চবিদ্যালয়ে স্বচ্ছতাই সেবা অভিযানে সামিল হয় দুর্গাপুর অমরাবতীর ১৬৯ নং ব্যাটেলিয়ানের সিআরপিএফ এর জওয়ানরা। পাশাপাশি এই অভিযানে হাত লাগাতে দেখা যায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও। এই কর্মসূচিতে অতিথি হিসাবে হাজির ছিলেন বিশিষ্ট সমাজসেবী কালিদাস মুখার্জি এবং জেলাপরিষদ সদস্য অভিজিৎ সিং। সাফাই অভিযান ছাড়াও সাফাই করার সামগ্রী তুলে দেন জওয়ানরা । গোটা কর্মসূচীটি পরিচালনা করেন ১৬৯ ব্যাটলিয়নের সিআরপিএফ কমান্ড্যাট সঞ্জয় শর্মা। তিনি বলেন, দেশজুড়ে ৭ লক্ষেরও বেশী জায়গায় এদিন স্বচ্ছ ভারত অভিযান চলছে। তাতে সকলে শ্রমদান করছেন। এদিন আমাদের জওয়ানরা বড়জোড়া হাইস্কুলে সাফাই অভিযান করে। একই সঙ্গে নিজেদের এলাকা পরিষ্কার রাখার বার্তা দেওয়া হয়েছে।
CRPF এর উদ্যোগে স্বচ্ছতাই সেবা কর্মসূচি পালন ।

Leave a Reply