খড়গপুর শহরে চা চক্রে যোগ দিয়ে তৃণমূলের দিল্লি অভিযান সহ একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – অভিষেক ব্যানার্জি বলেছেন, এর আগে গিরিরাজ সিং দেখা করেনি। এবার শুধু দেখা করতে আসিনি। এবার do or die মানসিকতা নিয়ে আন্দোলন করতে এসেছি। সেই প্রসঙ্গ টেনে সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে প্রাত ভ্রমণে বেরিয়ে খড়্গপুরের বগদা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন দিল্লি পৌঁছালে ডু অর ডাই। তার আগেই তো এক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে মানুষরা। যাদেরকে লোভ দেখিয়ে এসি বাসে নিয়ে গেছেন। তারা নিশ্চিন্তে আগে দিল্লী পৌঁছন। তার আগে তো ধর্নাকারি টিচাররা পৌঁছে যাচ্ছেন। আসলে দিদি প্রধানমন্ত্রী হবে এটা কেউ খাচ্ছে না। তাই দিল্লিতে হাল্লাগোল্লা করে হাওয়া তোলার চেষ্টা করছে। যাতে বোঝাবে টিএমসি লড়াইতে আছে। পাশাপাশি অভিষেক ব্যানার্জি আরো বলেছেন, উত্তরপ্রদেশে বা এখানে যদি কারো গায়ে যদি আঁচড় পড়ে ছেড়ে কথা বলব না। এবার সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন এসব ফাঁকা আওয়াজ দিয়ে কি লাভ। এটা করতে পারেন, পুলিশ দিয়ে কাউকে গ্রেফতার করাবেন। সাংবাদিকদের ছাড়ছেন না, বিরোধীদের ছাড়ছেন না। এর বেশি কিছু করতে পারবেন না। কারন আপনাদের পেছনে কোন লোক নেই। যাদেরকে টিকিট দিয়েছেন, যারা লুটপাট করে খাচ্ছে, তারাই দিল্লি যাচ্ছে। কয়েকটা গুন্ডা, বদমাশ, সমাজ বিরোধী। আর দু একটা দুর্নীতিগ্রস্ত নেতা। কে আছে ওনাদের সঙ্গে পুরো পশ্চিমবাংলার মানুষ দেখতে চাইছে অভিষেক কবে অ্যারেস্ট হবে। সে আবার অন্যকে অ্যারেস্ট করার কথা বলছে। অন্যদিকে গিরিরাজ সিং কে গ্রেফতার করার দাবী জানিয়েছেন অভিষেক ব্যানার্জি। এই বিষয় নিয়ে দিলীপ ঘোষ বলেন ডোমের অভিশাপে গরু মরে নাকি। বারবার বলে কি লাভ আছে। গ্রেফতার কে হবে সে তো দেখা যাবে। যে গ্রেফতার হবে কিছুদিন পরে, সে আবার অন্যের গ্রেফতারের দাবি করছে। পাশাপাশি মদন মিত্র বলেছেন, বাংলার চাকর হতে রাজি আছি, দিল্লির ককুর হতে নয়।সেই প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন টিকার চাকর কেকা কুকুর ওটা নিজেরাই ঠিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *