জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ডেঙ্গু রুখতে স্বচ্ছতার অভিযানে অংশ নিলেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন। তাঁর সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত সহ বিভিন্ন সরকারি আধিকারিকরা।
মঙ্গলবার দুপুরে ঝাড়ু হাতে নিয়ে শহরের বাবুপাড়া এলাকায় করলা নদীর ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে নেমে পড়েন তারা। মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে সারা দেশ জুড়েই চলছে স্বচ্ছতার অভিযান। জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন বলেন, পুজোর আগে জলপাইগুড়ি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দশদিন ধরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। পাশাপাশি ডেঙ্গু রুখতে এই অভিযান। এজন্য ঝাড়ু হাতে শহরকে সাফ করতে অভিযানে নামেন জেলাশাসক ও পুলিশ সুপার নিজেই। তারা নিজেরাই বাবুপাড়া এলাকায় সাফাই করেন।
ডেঙ্গু রুখতে স্বচ্ছতার অভিযানে অংশ নিলেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন।

Leave a Reply