বৃষ্টিতে জলমগ্ন চাকদহ বাসস্ট্যান্ড সহ চাকদহ ব্লকের বেশ কিছু অঞ্চল।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বৃষ্টিতে জলমগ্ন চাকদহ বাসস্ট‍্যান্ড সহ চাকদহ ব্লকের বেশ কিছু অঞ্চল।রাউতাড়ি,শিমুরালি এবং চাঁদুড়িয়া এক নম্বর জিপিতে।রাউতাড়ি জিপির এলাকায় চাষের জমি জল জমে ক্ষতিগ্রস্ত কৃষকেরা।জলমগ্ন চাষের ক্ষেত।সবজি বা ফসল নষ্ট হবার আশংকায় কৃষকদের মাথায় হাত।মাথায় হাত আমজনতার। বাড়বে ফসলের দাম পূজোর আগে।চাঁদুড়িয়া এক নম্বর জিপির তের,চোদ্দ নম্বর ওয়ার্ড অর্থাৎ উত্তর চাঁদুড়িয়ায়।হাঁটু পযর্ন্ত জল। জলের স্রোত চলছে।রান্না খাওয়া বন্ধ। সন্তান দের নিয়ে খাটের ওপর বসে আছে বাসন্তী হালদার।তিনি বলেন,আজ ভোর চারটে থেকে বসে আছি। ঘরে জল ঢুকছে,জল বের হবার কোন রাস্তা নেই। পুকুর ,রাস্তা, বাড়ি কিছুই বোঝা যাচ্ছে না।একি কথা জানালেন,বাসন্তী হালদার, জল জমে বাড়ির এক অংশে হেলে গেছে মশা ও সাপের ভয়ে কোন মতে আছি। অরুন দাস বলেন,রাস্তা পঞ্চায়েত করে দিয়েছে কিন্ত জল নিকাশীর ব‍্যবস্থা না থাকার কারনে জল জমে রয়েছে।জল পেরিয়ে স্কুল কলেজ সহ বাজার ঘাটে যাওয়া দূষ্কর।আর কতদিন এই জল যন্ত্রণায় ভুগতে হবে আমাদের এই প্রশ্ন টা বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *