নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রিলায়েন্স ফাউন্ডেশনের উদ্যোগে ও নদীয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় ধান চাষীদের নিয়ে একটি আলোচনা শিবির অনুষ্ঠিত হলো নদীয়ায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রের ধান চাষ, ওর রোগ পোকা বিষয়ক বিশেষজ্ঞ ড: মালবিকা দেবনাথ ও মিস্টার সাইদুল ইসলাম উনারা চাষীদের সঙ্গে এখনকারের ধান চাষের রোগ পোকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন, এবং তার থেকে কি কি প্রতিকার আছে, কোন কীটনাশক কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে জানান কৃষিবিজ্ঞান কেন্দ্রের স্যার ও ম্যাডাম , এছাড়া জৈব পদ্ধতিতে সার কম ব্যবহার করে খরচা কমানো যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন, এছাড়াও যে সমস্ত চাষীরা তাদের জমির ফসল ছিড়ে আনে এবং সেই দেখেও রোগ পোকা নিয়ে আলোচনা করেন।
রিলায়েন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় এই গ্রামগুলোতে তারা এই ধরনের চাষের প্রোগ্রাম চালিয়ে যাবে চাষীদের স্বার্থে।












Leave a Reply