নিজস্ব সংবাদদাতা, মালদা:- দূর্গাপুজোর প্রাক্কালে রাতের অন্ধকারে ৩৪ নং জাতীয় সড়কে কোমরে আগ্নেয়াস্ত্র গুজিয়ে দুষ্কৃতীদের দাপাদাপি। ঘটনায় পুলিশের নজরে আসতেই হাতে নাতে পাকড়াও দুই যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মালদহের বৈষ্ণবনগর থানার পুলিশ মালদা জেলা আদালত থেকে ফেরার পথে হঠাৎই পুলিশের নজরে আসে দুজন যুবক মোটরবাইকে করে মালদা থেকে কালিয়াচকের দিকে যাচ্ছে। গাড়ির মধ্যে থাকা বৈষ্ণবনগর থানা পুলিশ অফিসার মোবাইল বের করে সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করেন। ভিডিওতে দেখা যাচ্ছে বাইকের পেছনে বসা যুবকের কোমরে আগ্নেয়াস্ত্র গোজানো রয়েছে। এরপর পুলিশের গাড়ি তাদের পিছু পিছু ধাওয়া করে, এরপর বৈষ্ণবনগর থানা এলাকার ৩৪ নং জাতীয় সড়কের বাজাপ্তি মোড় এলাকায় দুই যুবককে আটক করে। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি বেআইনি পাইপ গান। এরপর ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়া হয়।
দূর্গাপুজোর প্রাক্কালে রাতের অন্ধকারে ৩৪ নং জাতীয় সড়কে কোমরে আগ্নেয়াস্ত্র গুজিয়ে দুষ্কৃতীদের দাপাদাপি।

Leave a Reply