নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মধুচক্র চলার প্রতিবাদ করায় অশান্তি। তা থেকেই প্রতিবাদী শুভ দাসের মৃত্যু হয়। সেই ঘটনায় অভিযুক্তদের শাস্তি এবং যে বাড়িতে মধুচক্র চালানো হয়, তার গ্রেফতারের দাবিতে শনিবার রাতে নদিয়ার হরিণঘাটা থানার বিরহী এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে মৃতের আত্মীয় প্রতিবেশীরা। এদিন রাত থেকে বিক্ষোভ শুরু হয়েছে।
অভিযোগ, ওই বাড়ি থেকে দুজনকে বেরোতে দেখেই এলাকার পুজো মণ্ডপে বসে থাকা শুভ দাস ও তার বন্ধুরা তাঁদেরকে ধরে। তাদেরই একজন শুভ দাসকে ধাক্কা মেরে বেরিয়ে যায়। সেই সময় তাদের পিছনে শুভ ও তার বন্ধুরা ধাওয়া করে। চলন্ত বাইকে থাকাকালীন পালিয়ে যাওয়ার সময় পেটে লাথি মারলে শুভ গুরুতর আহত হয়ে কল্যাণী জেএনএমে ভর্তি হয়। শুভর এক বন্ধুও আহত হয়ে সেখানে ভর্তি হয়। শুভর অবস্থার অবনতি হলে কলকাতায় নিয়ে যাওয়া হয়। সেখানকার একটি নার্সিংহোমে তার মৃত্যু হয়। সেই মৃতদেহ নিয়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, দোষীদের শাস্তি দেওয়ার পাশাপাশি যে বাড়িতে মধুচক্র চলছে তাকেও গ্রেফতার করতে হবে। ঘটনাস্থলে হরিণঘাটা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
Leave a Reply