দশজন মেয়ে ঢাকীদের উপস্থিতিতে এবার পুজোর উদ্বোধন হতে চলেছে নিউটনপাড়া বোসপাড়া কালচারাল সার্বজনীন শ্যামা পুজো কমিটির।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- পুরুলিয়ার থেকে দশজন মেয়ে ঢাকীদের উপস্থিতিতে এবার পুজোর উদ্বোধন হতে চলেছে নিউটনপাড়া বোসপাড়া কালচারাল সার্বজনীন শ্যামা পুজো কমিটির। তাদের পুজো ৫৩ তম বছরে । বাজেট প্রায় ১০ লক্ষ টাকা। কথাকলি থিমের উপরে তাদের এবার শ্যামা পূজা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। মঙ্গলবার ক্লাবের মাঠে ভিট পূজার মাধ্যমে এই পুজোর সূচনা করা হলো । কাজ শুরু হয়েছে জোর কদমে। প্রতি বছরই নতুন কিছু করার উদ্যোগ নিয়ে থাকে তারা।এ বছরও নতুন থিম হিসেবে কথাকলি থিমের উপর বিশেষ নজর দিয়েছে। উৎদোততারা আশা করছেন জলপাইগুড়ির দর্শনার্থীরা এই পুজোকে বিশেষভাবে পছন্দ করবে। বিশেষ আকর্ষণ হিসেবে আলোকসজ্জা থাকছে চন্দন নগর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *