পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ পুলিশের নাকা তল্লাসি চলাকালীন একটি গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমানের নগদ টাকা। যা আনুমানিক কয়েক কোটি টাকা বলেও স্থানীয় সূত্রে জানাযাচ্ছে।
বর্ধমানের তেলিপুকুর মোড় এলাকায় পুলিশের পক্ষ থেকে নাকা তল্লাশি চালানোর সময় আরামবাগের দিক থেকে আসা একটি চারচাকা গাড়িতে বিপুল পরিমানের নগদ টাকা দেখতে পাই কর্তব্বরত পুলিশরা, তারপর বর্ধমান থানার ic ঘটনাস্থলে পৌঁছে গাড়ি ও টাকা সমেত গাড়িতে থাকা ব্যাক্তিদের আটক করে বর্ধমান থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় তীব্র আলোড়ন পরে এলাকা জুড়ে, গাড়িতে থাকা এত বিপুল পরিমানের টাকা কথা থেকে আসছিল ? কোথায় কি উদেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল ? সেই সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
পুলিশের নাকা তল্লাসি চলাকালীন একটি গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমানের নগদ টাকা।

Leave a Reply