নিজস্ব সংবাদদাতা, মালদা: – মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বসে থাকা অবস্থাতেই রহস্যজনকভাবে মৃত্যু হয় ওই যুবকের। শুক্রবার বিকেলে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রথ বাড়ি ফাঁড়ির পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ব্যাগ এবং একটি মোবাইল উদ্ধার করেছে। জানা গেছে মৃত যুবকের নাম দিলীপ মুর্মু। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এলাকায়। ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে তপন। তবে কিভাবে সে মালদায় এলো কিংবা ভিন রাজ্যে কাজে যাচ্ছিল নাকি কাজ করে সে বাড়ি ফিরছিল তাও এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Byte প্রত্যক্ষদর্শী
মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

Leave a Reply