পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- চোর ধরো জেল ভরো স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ কর্মসূচি ও মিছিল সংগঠিত করল পূর্ব বর্ধমান জেলা ভারতীয় জনতা পার্টি। মিছিল সংঘটিত হয় পূর্ব বর্ধমান জেলার বীরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত। বিক্ষোভ সমাবেশ সংঘটিত হয় শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে। ভারতীয় জনতা পার্টির পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ সংঘটিত হয়। বিজেপির পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের আলামিন দুর্নীতি এবং কুখ্যাত দুষ্কৃতি ও দুর্নীতিবাজ জ্যোতিপ্রিয় মল্লিকের মন্ত্রিসভা থেকে বহিষ্কার ও শাস্তির দাবিতে আজকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সংঘটিত হয়। সম্প্রতি আমরা দেখেছি গরিব মানুষের রেশনের উপর দুর্নীতি কিভাবে হয়েছে। যেভাবে এক কোটি পঁচাশি লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল হয়েছে এটা লজ্জার বিষয়। কেন্দ্র থেকে রেশনের সামগ্রী সরবরাহ করা হয় আর প্রাক্তন খাদ্য মন্ত্রীর সময় থেকে দুর্নীতি হয়েছে সেই সব রেশন সামগ্রীর উপরে।
চোর ধরো জেল ভরো স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ কর্মসূচি ও মিছিল সংগঠিত করল পূর্ব বর্ধমান জেলা ভারতীয় জনতা পার্টি।

Leave a Reply