দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে মালিগাও গ্ৰাম পঞ্চায়েত মহবুল্লাপুর এলাকায় পরিদর্শন করলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে মালিগাও গ্ৰাম পঞ্চায়েত মহবুল্লাপুর এলাকায় পরিদর্শন করলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা ও জেলা সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমা শাশক প্রী প্রমুথ কুশমন্ডি পঞ্চায়েত সমিতি সদস্য রিতেশ জোয়াদ্দার মালিগাও পঞ্চায়েত প্রধান ফুলমালা বিশ্বাস। দীর্ঘ ১০ বছর যাবত কার্পেট শিল্পী আসছেন । প্রায় ৫০ জন মহিলা তাঁত বুনে সংসার চালিয়ে আসছেন । মহবুল্লাপুর এলাকায় পানিয় জলের সমস্যা বলে জানান কার্পেট শিল্পী সজনী মন্ডল এছাড়াও তিনি বলেন দীর্ঘ দিন ধরে কোন সরকারী সাহায্য পাইনি বলেন । এই প্রসঙ্গে জেলা শাসক বিজিন কৃষ্ণা বলেন দীর্ঘদিন ধরে কার্পেট শিল্পী ভালো কাজ করছে সবধরনের সাহায্য করা হবে আশ্বাস দেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। এই প্রসঙ্গে জেলা সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার বলেন মালিগাও অঞ্চল মহবুল্লাপুর এলাকায় কার্পেট কাজ করছে বিভিন্ন ডিজাইনের শিল্পীরা সরকারি সাহায্য পেলে উপকৃত হবেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *