নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ ১৪ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ ও তল্লাশীর পর অবশেষে নদীয়ার রানাঘাটের দুটি পৃথক এলাকা থেকে বেরিয়ে গেলেন ইডির প্রতিনিধি দল। জানা যায় শনিবার সকাল থেকেই রানাঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ও ১৭ নম্বর ওয়ার্ডের চালকলের মালিক ও রেশন ডিলারের মালিকের বাড়িতে হানা দেয় ইডি। এরপর প্রায় ১৪ ঘন্টা চলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি। শনিবার রাত্রি আনুমানিক ১১ নাগাদ দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যায় ইডির প্রতিনিধি দল, যদিও কাউকে গ্রেফতারের মতো খবর নেই। সূত্রের খবর, রেশন দুর্নীতির বিষয়বস্তু নিয়ে তদন্ত নামে ইডি, সেই নিয়ে দ্বিতীয়বারের মতো নদিয়ার রানাঘাটে আবারো হানা দেয় ইডি। উল্লেখ্য এই দুর্নীতির ফলস্বরূপ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি, এরপর একের পর এক উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, যেখানে বাকিবুর রহমান তার অবৈধ বেশকিছু চাল কলের হদিস মেলে। জানা যায় এই বাকিবুর রহমান ঘুর পথে বেআইনিভাবে কালোবাজারির টাকা সংযুক্ত করত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে, সেই সূত্রে তদন্তে নামে ইডি, যেখানে একাধিক তথ্য উঠে আসে। সেখান থেকেই আরো তথ্য সম্পর্কে তদন্ত এগিয়ে নেওয়ার জন্য জাল বিস্তার করে ইডির প্রতিনিধিরা। এখন দেখার তদন্তে কতটা সত্যতা বেরিয়ে আসে।
দীর্ঘ ১৪ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ ও তল্লাশীর পর অবশেষে নদীয়ার রানাঘাটের দুটি পৃথক এলাকা থেকে বেরিয়ে গেলেন ইডির প্রতিনিধি দল।

Leave a Reply