‘দলবদলু’ বিধায়ক হরকালী প্রতিহার এদিন ফের রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হন।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ-  ১০০ দিনের কাজ প্রকল্পে টাকা কবে দেবেন? কেন আপনার অঙ্গুলী হেলনে কেন্দ্রীয় সরকার ওই প্রকল্পের টাকা আটকে রেখেছে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই প্রশ্ন করার পরামর্শ দিলেন বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখানো কোতুলপুরের বিধায়ক হরকালী বিধায়ক। রবিবার জয়পুরে শাসক দলের এক কর্মসূচীতে যোগ দিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি তাঁর নির্বাচনী এলাকার মানুষকে ওই প্রশ্ন করার পরামর্শ দেন।

‘দলবদলু’ বিধায়ক হরকালী প্রতিহার এদিন ফের রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হন। তিনি বলেন, এরাজ্যের প্রতিটি মানুষকে কেন্দ্র সরকার ‘ভাতে মারার পরিকল্পনা’ নিয়েছে। একশো দিনের কাজ ও আবাস যোজনা দুই প্রকল্প কেন্দ্রীয় অর্থ থেকে বঞ্চিত পশ্চিমবঙ্গ। এই অবস্থায় জনস্বার্থে ‘জনদরদী’ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লীর রাজপথে ধর্ণায় সামিল হয়েছিলেন। এবার বিজেপি নেতারা ভোট চাইতে গেলে ২০১৯ সালের ভোট প্রতিশ্রুতি কেন রুপায়িত হয়নি তা জানতে চান বলে সাধারণ মানুষকে পরামর্শ দেন তিনি।

এদিনের এই কর্মসূচীতে রাজ্য তৃণমূলের সহ সভাপতি শুভাশীষ বটব্যাল, বিধায়ক হরকালী প্রতিহার, তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *