শ্যামা পুজোতে জলপাইগুড়ি তে তৈরী হচ্ছে ১৩০ ফুটের মথুরার চন্দদয় মন্দির।

0
266

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : (কলকাতায় যেমন দূর্গা পূজা প্যান্ডেল জগৎ বিখ্যাত। দুর্গা পূজার পরে আসে বাঙালির বড় উৎসব কালীপূজা। পিছিয়ে নেই জলপাইগুড়ি, তেমনই নিদর্শন দেখা গেল ১৩০ফুট লম্বা ও ১৫০ ফুট চওড়া চন্দ দয় মন্দিরটি তৈরির মধ্যে দিয়ে। এমনই মন্দির কালীপূজায় দেখা যাবে জলপাইগুড়ির দেশবন্ধু নগর উত্তর পল্লীতে । যা দেখেই মুগ্ধ হবে দর্শনার্থীরা এমনটাই দাবি জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। তাই কাজ চলছে জোর কদমে । কয়েক হাজার বাঁশ ও অন্যান্য সরঞ্জাম দিয়েই তৈরি হচ্ছে এই বিশাল উচ্চতা বিশিষ্ট মন্দিরটি। উদ্যোক্তাদের দাবি এই ধরনের সুদৃশ্য মন্দির বিগত কয়েক বছরে জলপাইগুড়ি তে তৈরী হয়নি। সুবিশাল মন্দির কে ঘিরে চলছে জলপাইগুড়ির বাসিন্দাদের উন্মাদনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here