হাওড়া সিটি পুলিসের উদ্দগে সমন্বয় কমিটির বৈঠক হলো হাওড়া শরৎ সদন হলে

0
74

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:  বুধবার হাওড়া সিটি পুলিশের আয়োজনে হয়ে গেল কালিপুজো, ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজোর সমন্বয় বৈঠক। হাওড়ার শরৎসদনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক পি দীপাপ প্রিয়া, পুলিশ কমিশনার প্রভীন কুমার ত্রিপাঠী প্রমুখ। এদিন অনুষ্ঠান শেষে কমিশনার জানান, তাঁদের তরফ থেকে ব্যবসায়ীদেরকে সব রকম সহযোগিতা করা হচ্ছে। অনেক সময় নতুন কিছু বিষয় চলে আসে। সেগুলো সামনে রেখে সিদ্ধান্ত নিতে হয়। কারোর যাতে কোন অসুবিধা না হয় সেই জন্য পুলিশ এবং প্রশাসন যৌথভাবে জায়গা দেখে পরিকল্পনা করে সকলের সঙ্গে বৈঠকে বসা হয়েছে। চেষ্টা করা হবে ব্যবসায়ীদের যাতে কোন অসুবিধে না হয়।

আবাসিকদের বাজি পোড়ান প্রসঙ্গে তাঁর বক্তব্য, প্রশাসন ও পুলিশের সঙ্গে বহুতলের আবাসিকদের আলাদা করে বৈঠকে বসা হয়েছে। ওই দিন প্রতিটি জায়গায় পুলিশের দখলদারি থাকে। এর পরেও কেউ সচেতন না হলে বা নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে তাদের আটকও করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here