বর্ধমান বাসীর মন কেড়েছে দিল্লির লালকেল্লা।

0
115

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- শারদীয়া উৎসবের পর সমস্ত জায়গায় মহাসাড়ম্বরে পালিত হচ্ছে শ্যামাপূজো। প্রতি বছরের ন্যায় এবছরও মেহেদী বাগান সার্বজনীন শ্যামাপূজো কমিটির পক্ষ থেকে সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে শ্যামা পুজো। প্রতি বছর তারা বর্ধমান বাসীর জন্য বিশেষ আকর্ষণ নিয়ে সেই শ্যামা পূজা উপলক্ষে। এ বছরের তাদের থিম দিল্লির লালকেল্লা। শুধুমাত্র দিল্লির লালকেল্লা নয় সেই লালকেল্লার সামনে জাতীয় পতাকা উত্তোলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকেই মানুষের ভিড় উপচে পড়েছে এই মন্ডপের সামনে। মেহেদী বাগান সার্বজনীন শ্যামাপূজা কমিটির মূল উদ্যোক্তা ইফতিকার আহমেদ বলেন, আমরা চাই আমাদের দিদি ২০২৪ সালে প্রধানমন্ত্রী হয়ে দিল্লিতে যাবেন এবং দিল্লির লালকেল্লা জাতীয় পতাকা উত্তোলন করবেন। সেই চিন্তা ভাবনা করেই আমাদের এ বছরের থিম দিল্লির লালকেল্লা। প্রতিবছর আমরা বর্ধমানবাসীর জন্য বিশেষ আকর্ষণ নিয়ে আসি এ বছরও আমাদের বিশেষ আকর্ষণ রয়েছে থিমে। অন্যান্য পুজো কমিটিগুলির মধ্যেও আমাদের এই পুজো কমিটি বর্ধমান বাসীর মনে এক আলাদা জায়গা তৈরি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here