প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: – পুরী শালিমার এক্সপ্রেস ট্রেনে ধোঁয়া দেখে আতঙ্ক ছড়ানো যাত্রীদের মধ্যে। পুরী শালিমার এক্সপ্রেসে ধোঁয়া দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালো আজ সোমবার সকালে আন্দুল লেবেল ক্রসিং এর কাছে। রেলের ভাষায় ব্রেক বাইন্ডিং । আন্দুল স্টেশন ছেড়ে লেবেল ক্রসিং এর 17 নম্বর পোলের কাছে ট্রেনের ব্রেক থেকে ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। দাঁড়িয়ে পড়ে ট্রেন । আতঙ্কে যাত্রীরা নেমে পড়েন। ঘটনাস্থলে ইঞ্জিনিয়াররা এসে ব্রেক মেরামতি করে দেবার পর ট্রেন চালু হয়।দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ জানায় বড় কোনো দুর্ঘটনা নয়। ব্রেক জ্যাম অর্থাৎ রেলের পরিভাষায় ব্রেক বাইন্ডিং হয় এটা খুবই কমন।সঙ্গে সঙ্গে ব্রেক রিলিজ করে দেওয়া হয়। যাত্রীরা সবাই নিরাপদ।
পুরী শালিমার এক্সপ্রেস ট্রেনে ধোঁয়া দেখে আতঙ্ক ছড়ানো যাত্রীদের মধ্যে।

Leave a Reply