সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে যে সমস্ত পূজা কমিটি সবথেকে ভালো প্রচার করেছে তাদের পুরস্কৃত করা হলো।

0
153

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্য সরকারের জনমুখী প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে মানুষের মধ্যে আরও সরিয়ে দিতে প্রতিবছর রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপূজার সময় একটি কর্মসূচি পালন করা হয়। এখানে বিভিন্ন পূজা মন্ডপগুলিকে সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে প্রচার চালাতে বলা হয়। এ সমস্ত পূজা কমিটি গুলি সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে ভালো প্রচার চালায় তাদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বেছে নিয়ে তাদেরকে পুরস্কৃত করা হয়। সেই মতো এ বছরও সারারাতদের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় এই গর্ভবতী পালন করা হয়। সে কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলায় সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে যে সমস্ত পূজা কমিটি সবথেকে ভালো প্রচার করেছে। তাদের আজ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কৃত করা হলো। বালুরঘাট পুলিশ লাইনে জেলা পুলিশ সুপার চিন্ময় মিতলের উপস্থিতিতে পূজা কমিটিগুলিকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম সহ অন্যান্যরা।