ঐতিহ্যবাহী ছট পুজোতে মাতোহারা হয়ে ওঠে শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের চৌধুরীপাড়া গোটা গ্রামের মানুষ।

0
413

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বাঙালির বারো মাসে তেরো পার্বণ থাকলেও ছট পুজোর ঐতিহ্য একটু হলেও আলাদা। যা নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের চৌধুরীপাড়া গ্রামে গেলে ফুটে ওঠে সেই চিত্র। ওই গ্রামে শতাধিক হিন্দিভাষী পরিবারের বসবাস, প্রত্যেকেই দিনমজুরের কাজের সাথে যুক্ত। কিন্তু তাদের ঐতিহ্যবাহী ছট পুজোতে মাতোহারা হয়ে ওঠে গোটা গ্রামের মানুষ। গ্রামের পাশেই রয়েছে ভাগীরথী নদী, আর সেই নদীর তীরে ফলের ডালা সাজিয়ে সূর্য দেবতার কাছে একান্ত প্রার্থনা করতে অসংখ্য হিন্দিভাষী মানুষের ভিড় হয়। যদিও চিত্রটা শুধু শান্তিপুর নয় গোটা নদীয়া জেলার বেশ কিছু জায়গায় একই চিত্র ফুটে ওঠে। তবে ছট পুজোর প্রভাব যত দিন যাচ্ছে ততই কিন্তু বেড়েই চলেছে। অন্যদিকে এই পুজোকে কেন্দ্র করে যাতে নদীর ঘাটে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সদা তৎপর থাকে প্রশাসন, করা হয় পুলিশ ক্যাম্প। এছাড়াও নদীর তীরে নজরদারি চালানো হয় প্রশাসনের তরফ থেকে। বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে শুরু করে বেশ কিছু সরকারি দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকেন নদীর তীরে। এ প্রসঙ্গে হরিপুর পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো বলেন, তার পঞ্চায়েতে এই ছট পুজো প্রায় যুগ যুগ ধরে চলে আসছে, আজও যা একই ভাবে বহাল রয়েছে। তবে প্রশাসনের যেভাবে তৎপরতা ছিল আমরা তাতে খুবই গর্ববোধ করছি।