ছট পূজা উপলক্ষে জয় হিন্দু বাহিনীর ক্যাম্প বাঘাযতীনে।

0
1122

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ 24 পরগনা :- ছট পূজা উপলক্ষে জয় হিন্দু বাহিনীর ক্যাম্প বাঘাযতীনে।
ছট পুজো উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনারজেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সেবা ক্যাম্প হলো বাঘাযতীন ঝিলপাড়ে। ঘাট বাঁধানো সাউন্ড এর ব্যবস্থা মেডিকেল পরিষেবা বুক স্টল বিভিন্ন পরিষেবা নিয়ে হাজির জয় হিন্দ বাহিনী সভাপতি। তারা দীর্ঘ নয় বছর ধরে এমনই পরিষেবা দিয়ে আসছেন তারা।
দক্ষিণ ২৪ পরগনা জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষের উদ্যোগে বাঘাযতীন ঝিল পারে এক সেবা ক্যাম্পের আয়োজন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান মনীশ গুপ্ত, পৌরমাতা অনন্যা ব্যানার্জী ও রাজপুর সোনারপুর পৌরসভা র পৌরপিতা পিন্টু দেবনাথ, এবং প্রশাসন স্তরের ব্যক্তি সহ বিভিন্ন ব্যক্তির উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here