জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বাড়িতে টুনি লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় স্কুল ছাত্র সায়ন বৈরাগ্যর।

0
329

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার তেহট্টের ইউলিয়া পার্ক এলাকায় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বাড়িতে টুনি লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় স্কুল ছাত্র সায়ন বৈরাগ্যর। গত শনিবার ঘটনা ঘটার পর থেকেই এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। যদিও সায়নের মৃতদেহ সংরক্ষণের জন্য রাখা হয়েছিল তেহট্টের মহকুমা হাসপাতালে। গতকাল মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে। আজ সায়নের মৃতদেহ নিয়ে আসা হয় বাড়িতে, আর সেখানেই কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। প্রতিবেশীরা জানিয়েছেন সায়ন বরাবরই শান্ত স্বভাবের ছিল, আর সৌখিনতা খুবই পছন্দ করত।তবে বাড়িতে টুনি লাইট লাগাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় হতবাক সায়নের পরিবার।