অশোক মিত্রের নেতৃত্বে এক প্রতিনিধি দল বালুরঘাট শহরের ১৩ নম্বর ১৪ নম্বর এবং ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাগুলো ঘুরে দেখেন।

0
346

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার সন্ধ্যায় বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রের নেতৃত্বে এক প্রতিনিধি দল বালুরঘাট শহরের ১৩ নম্বর ১৪ নম্বর এবং ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাগুলো ঘুরে দেখেন। এ প্রসঙ্গে উল্লেখ্য এই তিনটি ওয়ার্ড খুব সম্প্রতি বালুরঘাট পুরসভার অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রতিনিধি দলে ছিলেন উক্ত তিন ওয়ার্ডের কাউন্সিলর, বালুরঘাট খানার ic শান্তি নাথ প্লাজা সহ পুরসভার অন্যান্য আধিকারিকগণ। অশোক মিত্র জানান ওই তিনটি ওয়ার্ডে খুব শীঘ্রই বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। এইজন্য পুরসভার প্রতিনিধি দলসহ আমরা আজ মঙ্গলবার বিভিন্ন এলাকাগুলো ঘুরে দেখলাম এবং কি কি কাজ করা যায় সে বিষয়ে সাময়িক রূপরেখা ঠিক করা হয়েছে। এর মধ্যে উল্লেখ করা যায় আমরা পুরসভার পক্ষ থেকে বালুরঘাট থানা সংলগ্ন এলাকা থেকে বালুরঘাট রেল স্টেশনের মূল রাস্তা পর্যন্ত ম্যাস্টিফ নির্মাণ করা হবে এবং রাস্তার মাঝখানে স্থায়ী ডিভাইডার বসানো হবে। এর ফলে শহরের মধ্যে যানজট যেমন কমবে তেমনি সুষ্ঠুভাবে লোকজন এবং গাড়ি চলাচল করতে পারবে। তাছাড়াও ওই তিনটি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সৌন্দর্যআয়নের কাজ করা হবে। এই পরিপ্রেক্ষিতে আজকে এই ঘুরে দেখা এবং স্থানীয় লোকজন কাউন্সিলরদের সাথে আলোচনা করা।