কোন রাজনৈতিক নেতৃত্ব নয় সমাজের কিছুটা পিছিয়ে থাকা বৃহন্নলাদের দিয়ে, মুচিপাড়া নবজাগরনী ২৩ তম বর্ষে ভয়ের সাথে মজার এক পরিবেশ বিষয় ভাবনার উদ্বোধন।

0
317

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অদ্বৈত সড়ক মুচিপাড়া নবজাগরণী সংঘের রাধা কৃষ্ণ এবার ২৩ তম বর্ষে পদার্পণ। গতবারের মতন এবারেও তাদের বিষয় ভাবনা ভয়ার্ত এক পরিবেশের। এবারের নাম দেওয়া হয়েছে পুরনো দিনের হিন্দি সিনেমার অনুকরণে ভিরানা।
ক্লাব সদস্যরা নিজেরাই অক্লান্ত পরিশ্রম করে এই বিষয়টি উপস্থাপিত করেছে। তবে স্থানীয় ক্লাব সদস্য শ্রীকৃষ্ণ যোগা মডেল চৈতন্য দেবনাথ তা বাস্তবায়িত করেছেন। কোন রাজনৈতিক নেতা নয়, আজ উদ্বোধনী অনুষ্ঠানে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন শান্তিপুরেরই বেশ কিছু বৃহন্নলাদের । উদ্যোক্তাদের কথায় উৎসব মানে সকলের সমবেত অংশগ্রহণ এবং রাস মানে রসের আস্বাদন, তাই তুলনামূলকভাবে পিছিয়ে থাকা আজও সমাজের কিছুটা হলেও বাঁকা চোখে যাদের দিকে তাকিয়ে থাকে সেই তৃতীয় লিঙ্গের মানুষকে শ্রদ্ধা জানাতে এবং তাদের খুশি করতেই মূলত তাদের হাত দিয়ে উদ্বোধন। গতবার বিশেষভাবে সক্ষমদের দিয়ে উদ্বোধন করিয়েছিলেন তারা।
উদ্যোক্তাদের কথায় শুধুমাত্র ভয় নয় গত বছরের অভিজ্ঞতা অনুযায়ী ৮ থেকে ৮০ সকলেই উপভোগ করেন এ ধরনের পরিবেশ, শিশুরাও আতঙ্কিত হয় না বরং উপভোগ করে। তাই লম্বা লাইন লক্ষ্য করা যায়। এ বছরেও উদ্বোধনের আগেই সকাল থেকে পূজা মন্ডপে মানুষজনের ভিড়।
তবে সুনির্দিষ্ট কোন সময়সীমার জন্য শো নয় ধারাবাহিকতা বজায় রয়েছে এই পরিবেশে দর্শনার্থীদের প্রবেশের জন্য। ভেতরে জীবন্ত মডেল রয়েছে ১২টি সাথে, আদিবাসী জারোয়া সম্প্রদায়ের বিভিন্ন মডেল শব্দ যন্ত্রের মাধ্যমে নানান ভয়ের গান মিউজিক লাইট এবং ছবিসহ বিভিন্ন আনুষাঙ্গিক বিষয়ে আকর্ষণের অন্যতম কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে এই ভিরানা।
অন্যদিকে উদ্বোধন করে বৃহন্নলারাও জানান তারা খুশি তাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য ।