স্তম্ভিত ::: রাণু সরকার।।।

তার আসার কথা তো ছিলোনা,
আচমকা বিহান বেলায় এসে নিঃশেষিত
করে দিয়ে গেল-
নিভৃতে সাজানো ছিলো পাঁজরের থরে থরে কিছু মায়া-
বিধ্বস্ত করেছে সাঁজোয়া।

সিংহনাদে উড়াল দিলো পাখি, লতাকুঞ্জ পরিত্যাগ করে আত্মগোপন করে বালিয়াড়িতে।
আমি একা দিকভ্রান্ত স্তম্ভিত ,
একাধিক ভাঙাচোরার খণ্ড কী করে কুড়োবো?
দর্পণের টুকরোয় রক্তক্ষরণ কী দিয়ে মুছবো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *