বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালকে মেডিক্যাল কলেজ গড়ার দাবিতে মুখ্যমন্ত্রীকে প্রতিবেদন পাঠালেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী।

0
174

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালকে মেডিক্যাল কলেজ গড়ার দাবিতে মুখ্যমন্ত্রীকে প্রতিবেদন পাঠালেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। প্রত্যন্ত বালুরঘাটে এমন মেডিক্যাল কলেজ আবশ্যিক বলে দাবি তার। কেন্দ্রীয় প্রকল্পকে কাজে লাগিয়েছে এই কলেজ তৈরি করা যাবে বলে তিনি জানান।
বিধায়ক বলেন, বালুরঘাটে সুপার স্পেশালিটি হাসপাতাল থাকলেও মৌলিক চিকিৎসা হয়না। অস্থি, কিডনি বা অন্য বেশকিছু রোগের চিকিৎসক নেই। পরিসংখ্যান অনুযায়ী এজেলা পিছিয়ে। এখানে তিনদিক ঘেরা ভারত-বাংলাদেশ সীমান্ত। ভারত তো বটেই কলকাতা থেকেও এজেলা অনেক দূরে। এখানে মেডিক্যাল কলেজ হলে সমস্ত বিষয়ে পড়াতে প্রয়োজন হবে চিকিৎসক। ফলে এখানেই ওই চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা দিতে পারবেন। বিধায়কের কথায়, কেন্দ্র সরকারের মেডিক্যাল কজেল নিয়ে একটি প্রকল্প আছে। সেই প্রকল্পতে প্রতিটি জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজ হিসেবে রুপান্তর করা যায়। বালুরঘাটের জেলা হাসপাতালকেও মেডিক্যাল কলেজ গড়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here