বেহাল রাস্তা সংস্কার এর দাবিতে পথ অবরোধ ছাত্র সংগঠন এবিভিপির।

0
23

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়ে এবার পথ অবরোধে সামিল হলো ছাত্র সংগঠন এবিভিপি। সোমবার সারেঙ্গার পিরলগাড়ি-সারেঙ্গা রাস্তার উপর শুখাডালি মোড়ে পথ অবরোধে সামিল হন ওই সংগঠনের সদস্যরা। ফলে দিনের ব্যস্ততম সময়ে ওই রাস্তার উপর দীর্ঘক্ষণ আটকে পড়ে বেশ কিছু যাত্রী ও পণ্যবাহি যানবাহন। পরে সারেঙ্গার বিডিও অবরোধস্থলে এসে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

অবরোধকারী এবিভিপি সদস্যদের অভিযোগ, শুখাডালি থেকে তেলিজাত পর্যন্ত রাস্তা দীর্ঘ দিন বেহাল। ওই রাস্তা সংস্কারে প্রশাসনিক উদ্যোগ নেই। এর আগে গত ২১ ডিসেম্বর সংগঠনগতভাবে সারেঙ্গার বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়েছিল। তিনি প্রতিশ্রুতি দিলেও রাস্তা সংস্কারের কাজ এক চুলও এগোয়নি। ফলে এলাকার ছাত্র ছাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই কমবেশী সমস্যায় পড়ছেন। তাই দ্রুততার সঙ্গে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করতে বাধ্য হয়েছিলেন বলে জানান।

গোয়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্বরি টুডুও ওই রাস্তার বেহাল দশার কথা স্বীকার করে নেন। তিনি বলেন, অনুমোদন দেওয়া হয়েছে, রাস্তার কাজ দ্রুত শুরু হয়ে যাবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here