উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-পথশ্রী প্রকল্পে কালিয়াগঞ্জ ব্লকে ৯টি রাস্তা নির্মাণ কাজের সূচনা। রাস্তার জন্য এক মাত্র চিন্তা ভাবনা তৃণমূলের বিধায়ক এবং তৃণমূলের জেলা পরিষদের সদস্যদের,তার কারণে ৭২ টি রাস্তার উপহার পেয়েছেন কালিয়াগঞ্জে।বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরীর এর ভূমিকা নিয়ে প্রশ্ন থাকছে। রাস্তা তো দূরের কথা,রাধিকাপুর থেকে দিল্লি জন্য একমাত্র চালু ট্রেন বন্ধ হয়ে আছে এখনো পর্যন্ত তিনি চালু করতে পারলেন না, রেলের কাজও ধীর গতিতে চলছে,লোকাল ট্রেনে স্পেশাল ট্রেন নামে চালিয়ে এক্সপ্রেস ট্রেনের ভাড়া নেওয়া হচ্ছে করোনা কাল থেকে এখনো ভাড়া কমলোন না। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে এলাকাবাসীরা এক ফোনে সমস্যা সমাধান হেল্পলাইনে ফোন করে রাস্তা উপহার পেয়েছেন এই রাস্তার জন্য চেষ্টা চালিয়েছেন স্থানীয় পঞ্চায়েত মেম্বার ও প্রধান সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বামফ্রন্ট জামানা থেকে বেহাল রাস্তা সংস্করণ ও নির্মাণ হতে চলছে। পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার সঙ্গে সঙ্গে কালিয়াগঞ্জের চিত্র টা একেবারে পাল্টে যাবে। কালিয়াগঞ্জ এর দুই নাম্বার ধনকৌইল গ্রাম পঞ্চায়েতের
ডালিমগাঁও রোড থেকে গোঁসাই মোড়, ভেদা বাজার থেকে দূর্গাপুর স্বাস্থ্য কেন্দ্র, ধনকৈল সীতা মোড় থেকে দৌলত বাটি প্রাইমারি স্কুল, সুরষা মল্লিকপাড়া আইসিডিএস সেন্টার থেকে মনোহরপুর মেন রোড, গোপালপুর প্লাইমিল থেকে বালাস এবং অনন্তপুরের এমএসকে স্কুল
থেকে হরেকৃষ্ণপুর পর্যন্ত রাস্তা সংস্কার কাজের সূচনা হয়। ধনকোইল পঞ্চায়েতের লক্ষীপুর এলাকায় রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি, জেলাপরিষদের প্রাক্তন কো-মেন্টর অসীম ঘোষ, প্রধান ধৃতি বর্মন রায়, সমাজসেবী সঞ্জীব বর্মন, সঞ্জয় বর্মন, বিবেক সরকার সহ অন্যান্যরা।
পথশ্রী প্রকল্পে কালিয়াগঞ্জ ব্লকে ৯টি রাস্তা নির্মাণ কাজের সূচনা।

Leave a Reply