আধার কার্ড ডিএক্টিভেট চিঠি এসেছে সীমান্তবর্তী এলাকায় একাধিক বাড়িতে,বিভ্রান্তে বহু মানুষ,কান্নায় ভেঙে পড়েছে,নাওয়া খাওয়া বন্ধ,একটাই চিন্তা কি করবে,বাংলাদেশে ফিরে যাবে? না এই দেশেই থাকবে?

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  মূলত বাংলাদেশে থেকে ২০১৪ সালের পরে যারা এদেশে এসেছে তাদেরই চিঠি আসছে মনে করছে অনেকেই।নদিয়ার সীমান্তবর্তী এলাকায় নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাবলাবন সহ নিধিপতা,গোবিন্দপুর,টুঙ্গী,
কাদিপুর সহ বিভিন্ন গ্রামে বেশ কিছু এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে পোস্ট অফিসের মারফত। গতকালই এসে হাজির আধার কার্ড ডিএক্টিভেট করা হয়েছে তার চিঠি। তাতেই এই সকল মানুষজন ব্যাংকে থেকে টাকা তুলতে পারছে না। রেশন থেকে বঞ্চিত হয়ে,বলছে ছেলে মেয়ে নিয়ে আত্মহত্যা করা ছাড়া আর উপায় নেই,১৪/১৫ বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন ভারতে। সরকার আধার দিলোই বা কেনো আবার ডিএক্টিভেট কেনো করলো। রাজনৈতিক নেতৃত্ব তৃনমূল থেকে বলা হচ্ছে, বিজেপির কেন্দ্র সরকার এর চক্রান্ত দলীয় সিদ্ধান্ত যা হবে তা মানুষের কাছে পৌঁছে দেবো, বিজেপি নেতৃত্ব বলছে ভয় পাওয়ার কিছু নেই,২০১৪ সালের পরে যারা ওপার থেকে এসেছে তাদের নাগরিত্ব দেওয়া হবে,তার প্রক্রিয়াও শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *