বাগদেবীর অষ্টমঙ্গলা ইন্দাসে।

0
27

আবদুল হাই, বাঁকুড়াঃ-  বাঁকুড়ার ইন্দাসের ছোট্ট ছোট্ট কন্যাশ্রীর ধূমধাম করে আয়োজন করে সরস্বতী পূজো।আজ বুধবার বাগদেবীর অষ্টমঙ্গলা পুজো করলো কন্যাশ্রীরা। অনেকেই হয়তো জানেন না অষ্টমঙ্গলা কি ? অষ্টমঙ্গলা নামক যে আচার অনুষ্ঠানটি যে কোন দেবদেবী পূজার সমাপনান্তে অষ্ট দিবসে পূজা অর্চনা সহকারে পালন করা হয় তা কোন প্রাচীন শাস্ত্র বিধি নির্দেশিত বিষয় নয়।এটি লোকাচার এবং পূজা পরবর্তী বর্ধিত সামগ্ৰী গুলির সদ্ব্যবহার। মধ্যযুগে যখন ধর্ম ও সাহিত্য ক্ষেত্র মঙ্গল কাব্য রচনার একটা ধারা তৈরি হল তখন সেই কাব্য গাথা গুলি সমাজে এক মঙ্গলবার থেকে পরের মঙ্গলবার এই আটদিন ধরে গান করে সামাজিক মঙ্গল প্রাপ্তির একটা বিশ্বাস গড়ে উঠেছিল।যা মঙ্গল গীতি অষ্ট মঙ্গল নামে পরিচিত। সেই ভাবনা থেকেই পালনীয় মঙ্গল ভাবনায় উপাচার সহযোগে অষ্টম দিবসে একটি সমাপনী পূজা অনুষ্ঠান করা হতো যা পরবর্তীকালে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যুক্ত করা হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here