পথশ্রী প্রকল্পের রাস্তার উদ্বোধন করলেন সায়ন্তিকা।

0
43

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বাঁকুড়ার ছাতনায় পথশ্রী প্রকল্পের রাস্তার উদ্বোধনে করলেন তৃণমূলের রাজ্য সম্পাদিকা তথা চলচ্চিত্র অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ছাতনার ঘোষেরগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খড়বনা বাজার থেকে শিউলিপাহাড়ী গ্ৰামের মধ্য দিয়ে চাকলতল পর্যন্ত দীর্ঘ দু’কিমি রাস্তার শিলান্যাস করেন সায়ন্তিকা। শিউলিপাহাড়ী গ্ৰামের মোড়ে নারকেল ফাটিয়ে ফিতে কেটে পথশ্রী প্রকল্পের রাস্তার শিলান্যাস করেন তিনি। প্রায় ৮৭ লক্ষ টাকার বরাদ্দের ওই রাস্তার সুবিধা পাবেন প্রায় দুই হাজারের বেশি গ্রামবাসী। ওই এলাকার দীর্ঘদিনের সমস্যা ছিল রাস্তা নিয়ে, নতুন ঢালাই রাস্তা নির্মাণের খবর পেতেই খুশি এলাকাবাসী। ঘোষেরগ্রাম এলাকার কর্মসূচির পর সায়ন্তিকা ছাতনার জিড়রা গ্রামে ও শালতোড়া ব্লকের ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।