হাতির তাণ্ডবে অতিষ্ট আগরা অঞ্চলের আলু চাষিরা,৩৫ থেকে ৪০ টি হাতির দল ক্ষতি করল প্রায় ১৫ থেকে ২০ বিঘা জমি আলু।

0
43

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- হাতির তাণ্ডবে অতিষ্ঠ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৬ নম্বর অগরা অঞ্চলের শালডাঙরা,বাদুয়া,খড়খড়ি, সর্বনী গ্রামের আলু চাষিরা,প্রায় ৩৫ থেকে ৪০ টি হাতির একটি বড় দল তাণ্ডব চালিয়ে ক্ষতি করল প্রায় ১৫ থেকে ২০ বিঘা জমির আলু,সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে,সূত্রে আরো জানা গিয়েছে রবিবার রাত থেকে ভোর পর্যন্ত তাণ্ডব চালায় ৩৫ থেকে ৪০ টি হাতির একটি বড় দল,ইতিমধ্যেই ক্ষতিপূরণের আর্জি জানানোর পাশাপাশি ক্রমশ ক্ষোভ বাড়ছে বনদপ্তরের উপর,বর্তমানে ওই হাতির বড় দলটি মাগুরাশোলের জঙ্গলে প্রবেশ করেছে বলে পার্শ্ববর্তী এলাকায় সতর্কতা জারি করেছে বনদপ্তর।