নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অতি ব্যস্ততম শহরকে যানজট মুক্ত করতে তৈরি করা হয়েছিল চওড়া রাস্তা, কিন্তু রাস্তার দু’পাশের ফুটপাত দখল করে দোকান নিয়ে বসে বিভিন্ন ব্যবসায়ীরা, আর সেই কারণেই যানজটের দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। এবার ফুটপাত দখল রুখতে কড়া পদক্ষেপ নিল নদীয়ার কৃষ্ণনগর পৌরসভা। মঙ্গলবার দুপুর থেকেই কৃষ্ণনগরের অতি গুরুত্বপূর্ণ রাস্তার দুপাশের ফুটপাত দখলদারীদের দোকান তুলে নিতে নির্দেশ দেয় পৌরসভার প্রতিনিধিরা। যদিও একাধিক দোকান ফুটপাত থেকে তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান রিতা দাস বলেন, কৃষ্ণনগরের বেশ কয়েকটি রাস্তা খুবই ব্যস্ততম, কিন্তু দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করছে, ব্যবসায়ীরা। এর আগেও একাধিকবার তাদেরকে জানালেও কোন কর্ণপাত করেনি তারা, তাই কড়া হাতে ব্যবস্থা নিতে বাধ্য হয় পৌরসভা। আগামী দিনে দখলদারীরা যদি স্বইচ্ছায় তাদের দোকান তুলে না নেন তাহলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হবে পৌরসভা কর্তৃপক্ষ। যদিও নদীয়ার কৃষ্ণনগর প্রাচীনকাল থেকেই খুবই গুরুত্বপূর্ণ শহর, যেখানে রয়েছে একাধিক প্রশাসনিক দপ্তর, আর সেই কারণে গোটা নদীয়া জেলার বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষের যাতায়াত হয়। এখন দেখার আগামী দিনে কতটা যানজট মুক্ত হতে পারে কৃষ্ণনগর শহর।