নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুর:- বালুরঘাট শহরের খাদিমপুর এলাকায় এক জাগ্রত মঙ্গলচন্ডী মন্দিরের সৌর বাতি ও পরিশুদ্ধ পানীয় জলের উদ্বোধন করলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি ওই মন্দিরে দিন পুজো দেন তিনি।
বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার জানান, জাগ্রত এই মন্দিরের কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই তাকে মন্দিরের পরিকাঠামো উন্নয়নের কথা বলে আসছেন। কিন্তু সাংসদ তহবিলের টাকায় মন্দিরের কাজে ব্যবহার কড়া না যাওয়ায়, কলকাতার কয়েকজন ব্যবসায়ী মন্দিরের উন্নয়ন প্রকল্পে অর্থ দেন। সেই অর্থে এদিন ওই মঙ্গলচন্ডী মন্দিরে সোলার লাইট ও পরিশুদ্ধ পানীয় জল মেশিনের শুভ উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।