বিজেপি দল থেকে রাম ভক্তদের নিয়ে যাবার আগে বালুরঘাটে আসেন সাংসদ সুকান্ত মজুমদার।

0
51

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – দক্ষিণ দিনাজপুর জেলা থেকে রামমন্দির বিজেপি দল থেকে বিজেপি দল থেকে রাম ভক্তদের নিয়ে যাবার আগে বালুরঘাটে আসেন সাংসদ সুকান্ত মজুমদার। বালুরঘাটে এসে তিনি সাংবাদিক দের মুখোমুখি হয়ে তাদের প্রশ্নের উত্তর দেন। : নিম্নলিখিত বিষয়গুলিতে সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া —

কংগ্রেস ত্যাগ করলেন কৌস্তব বাগচী।

লোকসভা ভোটের আগেই সিএএ চালু।

মন্দিরবাজার এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষ বিজেপি কর্মী গুলিবিদ্ধ

বাসন্তীতেও শেখ শাহজাহানের দাপট। সেখানকার ভেরি ও মীন ব্যবসা পরিচালনা করে তারই ডান হাত রমজান

পুলিশের সুরক্ষাতেই শেখ শাহাজান রয়েছে বলে অভিযোগ। জেলে তাঁকে আদরে রাখার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। এদিকে আদালত আজ নির্দেশ দিয়েছে যে পুলিশ ছাড়াও সিবিআই বা অন্য কেউ গ্রেফতার করতে পারবে শেখ শাহাজানকে।

নশিপুর ব্রিজ পরিদর্শন করতে গিয়ে বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে অধীর চৌধুরী।

আজ ফের সন্দেশখালিতে বিক্ষোভ, শেখ শাজাহানকে গ্রেফতারের দাবিতে।

অজিত মাইতির পর এবার শান্তনু জানা, তাঁর বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ।

সন্দেশখালী নিয়ে আজকের ধর্নামঞ্চে অনুপস্থিত থাকা প্রসঙ্গে।
: কোর্টের অনুমতি নিয়ে আজ থেকে ধর্মতলায় ধর্নায় বিজেপি।–Apni thakben na Dharna te?
nossipur a Adhir chowdhury k ghire bikkhov bjp r. nashipur rail bridge poridorshone giechilen adhir
CBI, ED এবং রাজ্য পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহান কে। – নির্দেশ প্রধান বিচারপতি।
সন্দেশখালিতে নতুন করে উত্তেজনা। শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে ফের পথে ঝুপখালির মহিলারা। বাধা দিলে পুলিশের সঙ্গে বচসা।
: কুণালের দেওয়া সময়সীমার ২ দিন পার। কবে গ্রেফতার শেখ শাহজাহান?
: অজিত মাইতি, শঙ্কর সর্দারের পর সন্দেশখালির নিশানায় আরও এক তৃণমূল নেতা। এবার পঞ্চায়েত সদস্যার স্বামী শান্তনু জানার বিরুদ্ধে মাঠ দখলের অভিযোগ। গ্রেফতারির দাবি বিক্ষোভ।
: শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সেফ কাস্টডিতে রয়েছেন শেখ শাহজাহান’
‘গতকাল রাতেই বেড়মজুর থেকে নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে’
‘এক প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে পুলিশের সঙ্গে রফা হয়ে গেছে শেখ শাহজাহানের’
‘জেলে শেখ শাহজাহানকে পাঁচতারা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে’
‘জেলে মোবাইল ফোন ব্যবহারেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই প্রশ্ন গুলোর উত্তরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের রাজনৈতিক প্রতিক্রিয়া পাঠালাম। দেখে নেবেন