নদীয়ার চাকদা থানার অন্তর্গত চাকদা মিউনিসিপালিটির সম্প্রীতি মঞ্চে বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক ডক্টর অতীন্দ্রনাথ মন্ডলের সম্বর্ধনা সভা।

0
42

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  সম্বর্ধনা সভা । নদীয়ার চাকদা থানার অন্তর্গত চাকদা মিউনিসিপালিটির সম্প্রীতি মঞ্চে বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক ডক্টর অতীন্দ্রনাথ মন্ডলের সম্বর্ধনা সভা। সংবর্ধনা সভার আয়োজন করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী ফেডারেশন ও স্বাস্থ্য শাখা নদীয়া জেলার চাকদা ইউনিটের কর্মকর্তাদের পক্ষ থেকে।
সভায় উপস্থিত ছিলেন চাকদা মিউনিসিপালিটির চেয়ারম্যান অমলেন্দু দাস, চাকদা ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডা: নীলাংশু দাস সহ বিশিষ্ট চিকিৎসকগণ ও সামাজিক সংগঠনের কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন সহস্রাধিক আশা কর্মী ও অন্যান্য বিভিন্ন উপ বিভাগের স্বাস্থ্য কর্মীগণ। উক্ত অনুষ্ঠানে সামাজিক মূল্যবোধ সহ আশা কর্মীদের সামাজিক দায়বদ্ধতা ও বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠনগুলির সামাজিক দায়িত্ববোধ সংক্রান্ত বিষয় নিয়ে সভায় আলোচনা হয়। প্রতিটি বক্তাই বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক ডক্টর অতীন্দ্রনাথ মন্ডলের সেবা মূলক কাজের জন্য প্রশংসা করে । প্রিয় চিকিৎসককে কাছে পেয়ে সকলেই খুশি ।