বিশেষ অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে দু রাউন্ড গুলি এবং দুটি দেশি পিস্তল সহ গ্রেপ্তার করলো কল্যাণী থানার পুলিশ।

0
40

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আবারো বড়সড় সাফল্য টিম সানি রাজের। রানাঘাট পুলিশ জেলার কল্যাণী থানার অন্তর্গত দুটি জায়গাতে গোপন সূত্রে বিশেষ অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে দু রাউন্ড গুলি এবং দুটি দেশি পিস্তল সহ গ্রেপ্তার করলো কল্যাণী থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে আজ আদালতে পাঠায় কল্যাণী থানার পুলিশ। তবে কোথা থেকে এই বেআইনি আগ্নেয়াস্ত্র দুষ্কৃতীদের হাতে এলো এবং তারা কি কারণে এই আগ্নেয়াস্ত্র মজুদ করে রেখেছিল তার তদন্ত ইতিমধ্যে শুরু করে দিয়েছে কল্যাণী থানার পুলিশ। তবে পুলিশের এই অভিযানে যথেষ্ট খুশি কল্যাণীবাসী। তারাও পুলিশের এই অভিযান কে সাধুবাদ জানিয়েছেন।