রানাঘাট ১ নম্বর ব্লকে রামনগর আইসতলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল।

0
41

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আধার কার্ড বাতিল সহ NRC, CAA তীব্র বিরোধিতা করে আজ রানাঘাট ১ নম্বর ব্লকে রামনগর আইসতলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয় এই মিছিল রামনগরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। প্রতিবাদ মিছিলে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থক অংশগ্রহণ করে।