স্কুল ছুঠ ঠেকাতে, অভিনব উদ্যোগ শিক্ষক শিক্ষিকাদের।

0
66

আবদুল হাই, বাঁকুড়াঃ – বাঁকুড়া জেলার রাণীবাঁধ উত্তর চক্রের দেউলী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়।
এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,এখানে মূলত আদিবাসী, কুর্মি,মাঝি সহ অনগ্রসর সম্প্রদায়ের বাস। বিদ্যালয়টিতে মোট ৪ জন শিক্ষক শিক্ষিকা আছেন। বর্তমান ছাত্র ছাত্রীর সংখ্যা ৯৭ জন। বিদ্যালয়টি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে একটা নতুন প্রবণতা শুরু হয়েছে বেসরকারি স্কুলে শিশুদের পড়ানোর। আজ বেসরকারি স্কুলের চিতাকর্ষক পরিকাঠামো তে মোহিত গ্রাম থেকে শহর। ফলে গ্রামের দিকেও বিদ্যালয় গুলিতে ছাত্র ছাত্রীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, সেই কথা মাথায় রেখে বিদ্যালয়টিকে বিভিন্ন চিত্র অংকনের মাধ্যমে বিদ্যালয়টিকে আকৃষ্ট কর করা হয়েছে। এই কথা জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রসময়ী সরেন টুডু।

সহ শিক্ষক জয়দেব সর্দার জানালেন,”এর ফলও আমরা হাতে নাতে ফল পাচ্ছি,এই বছর থেকেই বেসরকারি স্কুলে যাওয়ার প্রবনতা যেমন কমেছে,ঠিক তেমনই পাশাপাশি বিদ্যালয় থেকেও এই স্কুলে এসে শিশুরা ভর্তি হচ্ছে।বিগত কয়েক বছর ধরে ধাপে ধাপে স্কুলের কাজ চালিয়ে যাওয়া হয়।গ্ৰামবাসী , শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীদের আন্তরিক প্রচেষ্টায় নবরূপ ধারণ করেছে দেউলী নিম্ন বুনিয়াদি বিদ্যালয়।