আবদুল হাই, বাঁকুড়াঃ – ১০০ দিনের কাজের বকেয়া টাকা হাতে পেয়ে খুবই খুশি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের পাহাড়পুর গ্ৰামের অসহায় বঞ্চিত শ্রমিকেরা।হাতে টাকা পেয়ে এক শ্রমিক সাংবাদিক এর ক্যামেরায় মুখোমুখি হয়ে বলেন, আমি কোনদিন ভাবিনি ১০০ দিনের কাজের বকেয়া টাকা ফেরৎ পাবো।মুখ্যমন্ত্রী আমাদের মতো অসহায় মানুষের পাশে সবসময় আছেন। আমি খুবই খুশি টাকাটা পেয়ে।এখন ধান চাষ চলছে।এই সময়ে টাকাটা চাষের কাজে লাগবে। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের মতো অসহায় মানুষের পাশে থাকার জন্য। বঞ্চিত শ্রমিকেরা হাতে টাকা পেতেই স্বনির্ভর গোষ্ঠীর কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়।