বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখন কর্মসূচি। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট শহরে দেওয়াল লিখন করলো জেলা তৃণমূল কংগ্রেসে। উল্লেখ্য আগামী ১০ই মার্চ সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিগ্রেড চলো কর্মসূচি রয়েছে , ১০০ দিনের বকেয়ে টাকা দিচ্ছে না কেন্দ্র! তার প্রতিবাদে ব্রিগেডে জনগর্জন সভাকে সাফল্যমণ্ডিত করতে এদিন বালুরঘাট শহরে দেওয়াল লিখন করলো জেলা তৃণমূল কংগ্রেস। এদিন দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রীতম রাম মন্ডল, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, এমসিআইসি বিপুল কান্তি ঘোষ সহ কর্মী সমর্থকেরা।