নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিন দিনাজপুর:-সন্দেশখালীর শাহজাহান শেখ কে গ্রেপ্তারে উল্লাসিত বিজেপির মহিলা কর্মীরা। গতকাল পুলিশ শাহজাহান শেখকে গ্রেফতারের পর সন্দেশখালীর মহিলারা উল্লাস প্রকাশ করেন। তারই রেশ এসে পৌঁছালো দক্ষিণ দিনাজপুরে। এদিন বালুরঘাটে বিজেপির জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ের সামনের রাস্তায় ঢাক ঢোল বাজিয়ে মহিলারা আবির মেখে নৃত্য প্রদর্শন করে। শাজাহান শেখের গ্রেপ্তারের আনন্দে লাড্ডু বিলি করা হয়।
বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য জানান সন্দেশখালি মহিলাদের ওপর ধর্ষণ, শীলতাহানি সহ লুট জমি দখলের মাস্টারমাইন্ড সাজাহান শেখ গ্রেপ্তার হওয়ায় মহিলারা আনন্দ মেতেছে। শাহজাহান শেখের কঠোর শাস্তির দাবিও জানানো হয়।