জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- লোকসভা ভোটের দিন ঘোষণা না হলেও ইতিমধ্যেই জলপাইগুড়িতে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। শনিবার সকালেই কেন্দ্রীয় বাহিন জাওয়ানরা জলপাইগুড়ি পুলিশের সাথে যৌথ উদ্যোগে জলপাইগুড়ি বিভিন্ন বুথে বুথে রুট মার্চের প্রস্তুতি শুরু। এদিন সকালে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের নিউ হোস্টেল থেকে জলপাইগুড়ি শহর সংলগ্ন ৭৩ মোড় থেকে বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ঘুরবেন তারা বলে পুলিশ সূত্রে জানা যায়। মানুষ যেন শান্তিপূর্ণভাবে ভোট দান করতে পারেন সে কারণেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর এই যৌথ প্রয়াস।
Home রাজ্য উত্তর বাংলা কেন্দ্রীয় বাহিন জাওয়ানরা জলপাইগুড়ি পুলিশের সাথে যৌথ উদ্যোগে জলপাইগুড়ি বিভিন্ন বুথে বুথে...