নন্দকুমারের বাড় বহিচবেড়্যা গ্রামে এক তপশিলী পরিবারের বাড়িতে ভয়াবহ আগুন, চাঞ্চল্য।

0
64

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের দক্ষিণ নারিকেলদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাড় বহিচবেড়্যা গ্রামে তপশিলী পরিবার হরিপদ বারিকের বাড়িতে শুক্রবার সন্ধ্যায় হঠাৎই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়,বাড়ির মধ্যে দাহ্য পদার্থ থাকার ফলে দ্রুত সাথে আগুন ছড়িয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তমলুক দমকল বিভাগে জানানো হলে ঘটনা স্থানে পৌছায় দমকল বাহিনী, প্রায় দু ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হরিপদ বাবুর স্ত্রী সহ তিন জন ছেলে, তিন বৌমা নাতি নাতনি মিলে মোট ১৫ জন থাকে। দোতলা ইঁটের দেওয়াল হলে টালির চাল ছিল। বাড়ির মধ্যে বাঁশ, তুলোর গদি, গোবর ঘুটে থাকার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির প্রত্যেকের নথি, দলিল, পরিচয় পত্র, টাকা, গহনা, পোশাক পুড়ে ছাই হয়ে যায়, এই মুহূর্তে পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে।