আবদুল হাই,বাঁকুড়া:- পেশাগত দাবিতে গত ১ মার্চ থেকে ‘কর্মবিরতি’ শুরু করেছেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যারা। এই অবস্থায় রবিবার পালস্ পোলিও কর্মসূচীতে অংশ না নিয়ে নিজেদের দাবির সমর্থণে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে ‘প্রতিকী’ পথ অবরোধে সাভিল হলেন তাঁরা। এই অবরোধের জেরে সাময়িক যানযটের সৃষ্টি হয়। এই অবস্থায় এ.এন.এম ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়েই এই কর্মসূচী চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, মাসিক ভাতা বৃদ্ধি, পূর্ব প্রতিশ্রুতি মতো এণ্ড্রয়েড মোবাইল সেট দেওয়া, ইন্সেনটিভের বকেয়া টাকা প্রদান, সমস্ত অতিরিক্ত কাজে অতিরিক্ত ভাতা সহ বেশ কিছু দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন । কেন্দ্রীয় ও রাজ্য সরকার দু’পক্ষই তাদের প্রতি উদাসীন। দুই সরকারের বাজেটেও আশা কর্মীদের নিয়ে কোন ঘোষণা নেই বলেই কর্মবিরতিতে অংশ নেওয়া আশা কর্মীদের দাবি।