লোকসভা নির্বাচনে আগে ফের কংগ্রেস ছেড়ে তৃণমুলের যোগদান শতাধিক পরিবার।

0
20

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ ০৫ মার্চ :-  দরজায় কড়া নাড়া দিচ্ছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রুস্তুতি শুরু হয়ে গেছে। শনিবার ১৯৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে বিজেপি। এইসবের মধ্যেই ভাঙন ধরল কংগ্রেসে। আবারও মালদা জেলায় অসংখ্য কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করল। জানা যাচ্ছে, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিরাট-সুরতপুর গ্রামের প্রায় শতাধিক কংগ্রেসের পরিবার পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তজমুল হোসেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
এদিন যোগদানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর 1A নং ব্লকের সভাপতি জিয়াউর রহমান, জেলার সাধারণ সম্পাদক শেখ মংলুদ্দিন,যুব নেতা বিমান ঝা,ভিঙ্গল অঞ্চলের বিরোধী দল নেত্রী সুখী বেগম,অঞ্চল নেতা শেখ আলম,শাহাজান আলী সহ বিশিষ্টজনেরা।

এদিন মন্ত্রী তজমুল হোসেন বলেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যের উন্নয়নে সামিল হতে হাজী সাকিমুদ্দিন ও হাজী নইমুদ্দিন এর নেতৃত্বে শতাধিক পরিবার তৃণমুল কংগ্রেসে যোগদান করেন।

যোগদান কারি হাইয়ুম আলী বলেন, আমরা বহুদিন ধরে কংগ্রেস করছিলাম কিন্তু কংগ্রেসের ব্লক সভাপতি তথা ভিঙ্গল অঞ্চলের প্রধানের বাবা বিমান বিহারী বসাক নিজের ইচ্ছা মতো পঞ্চায়াতে কাজ করছে,কংগ্রেস কর্মীরা অনেকই বঞ্চিত হচ্ছে।
তাই আজকে কংগ্রেস ছেড়ে তৃণমুল কংগ্রেসে যোগদান করলাম।

যদিও হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের কংগ্রেসের সভাপতি বিমান বিহারী বসাক বলেন, পঞ্চায়েত নির্বাচনের সময় ১০ হাজার টাকা খরচ করে বলছে তিন লক্ষ টাকা খরচ করেছি,এই গুলো ব্ল্যাক মেইল করে টাকা আদায় করতে চাইছে,আসল কথা হলো ওর বাড়ির কাছে কিছু রাস্তা কাজ হবে, তৃণমূলরা বলেছে রাস্তার ম্যাটেরিয়ালস সাপ্লাই দিতে চাইলে তৃণমূলে যোগ কর,তাই যোগদান করেছে।এই যোগদানের ফলে ওই এলকায় কংগ্রেসের প্রভাব কমবে না।

উল্লেখ্য তৃণমূল এবং কংগ্রেস উভয়েই ইন্ডিয়া জোটের শরিক হলেও বর্তমানে নানা কারণে রাজ্যে দুই দলের মধ্যে মতবিরোধ চলছে। রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে আক্রমণ করতে দেখা গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। অন্যদিকে, লোকসভা নির্বাচনে বাংলা থেকে তৃণমূল জোট ছাড়াই লড়ার কথা জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান তার অন্যতম অঙ্গ হিসেবে বলেই মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here