
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গেদে সিমান্তে,গেদে চেকপোস্ট থেকে বাংলাদেশের দর্শনা চেক পোস্ট এর দুই দেশের জিরো পয়েন্ট বা সীমারেখা পযর্ন্ত রাস্তা প্রায় ৮০০ মিটার সম্প্রসারণ করলেন সংসদ জগন্নাথ সরকার।তার তহবিল থেকে প্রায় ৭৬ লক্ষ টাকা দিলেন। শিলান্যাস করলেন রাস্তা সম্প্রসারণের জন্য। উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার,গেদে বিএসএফ ক্যাম্প কমান্ডার,বাংলাদেশের দর্শনার বিজেপির অধিকর্তা,দুই দেশের গেদে দর্শনা স্থলবন্দর কমিটির সভাপতি।












Leave a Reply